Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক) প্রতিটি গ্রাম থেকে ৬০টি দরিদ্র্য পরিবার বাছাই করে গ্রাম উন্নয়ন সমিতি  গঠন করা।

খ) দরিদ্র জনগোষ্ঠীর সঞ্চয় মুখী করে তাদের পুজিঁ গঠনের জন্য প্রতিটি দরিদ্র্য পরিবারকে তাদের নিজস্ব মাসিক সঞ্চয়ের ২০০/- (দুইশত)টাকার বিপরীতে সরকার থেকে মাসে ২০০/- (দুইশত) টাকা উৎসাহ বোনাস হিসেবে বছর শেষে পুজি হবে ৭,৫০০ (সাত হাজার পাঁচশত) টাকা।

গ) সমিতির সভাপতি/ম্যানেজার/সদস্যদের প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা।