Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক) প্রতিটি গ্রাম থেকে ৬০টি দরিদ্র্য পরিবার বাছাই করে গ্রাম উন্নয়ন সমিতি  গঠন করা।

খ) দরিদ্র জনগোষ্ঠীর সঞ্চয় মুখী করে তাদের পুজিঁ গঠনের জন্য প্রতিটি দরিদ্র্য পরিবারকে তাদের নিজস্ব মাসিক সঞ্চয়ের ২০০/- (দুইশত) টাকার বিপরীতে সরকার থেকে মাসে ২০০/- (দুইশত) টাকা উৎসাহ বোনাস হিসেবে বছর শেষে পুজি হবে ৭,৫০০ (সাত হাজার পাঁচশত) টাকা।

ঘ) সমিতির সভাপতি/ম্যানেজার/সদস্যদের প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা।

 

ঙ) উঠান বৈঠকের মাধ্যমে তহবিল ব্যবহার করে নিজেদের প্রয়োজন অনুসারে প্রকল্প গ্রহণ করে মৎস্য চাষ, পশু পালন, নার্সারী সবজিবাগান, হাঁস-মুরগী পালনসহ পেশাভিত্তিক জীবীকায়নের জন্য প্রতিটি বাড়িতে খামার গড়ে তোলা।

চ) এলাকার অনিবাসী ভহমি মালিকের অব্যবহৃত/পড়ে থাকা জমিজমা সমিতির  আওতায় চাষাবাদ ও তা সংরক্ষণ করা।

ছ) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৩৬টি গ্রাম হিসেবে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা ২১৬০জন দরিদ্র্য/অতিদরিদ্র (প্রতি গ্রামে ৬০টি) পরিবারসহ সমিতিভুক্ত সকল পরিবারকে গ্রাম সংগঠনের মাধ্যমে প্রতিটি গ্রামকে অর্থনৈতিক কর্মকান্ডের মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

জ) ২০১৩ সালের মধ্যে প্রকল্পাধীন সকল গ্রামের প্রতিটি পরিবারকে কৃষি, মৎস্যচাষ, পশুপালন ইত্যাদি কাজের মাধ্যমে একটি কার্যকর খামার বাড়ি হিসেবে গড়ে তোলা।

ঝ) ২০১৩ সালের মধ্যে অনিবাসী ভুমি মালিকদের ভহমিসহ গ্রামীণ সকল সম্পদের সর্বোত্তম ব্যবহার ও সম্পত্তির মালিকানা নিশ্চিত করা।

ঞ) ২০১৩ সালের মধ্যে প্রকল্প থেকে গ্রাম সংগঠনের অতিদরিদ্র/দরিদ্র্য সদস্যদের মাসিক সঞ্চয়ের বিপরীতে সমপরিমান কন্ট্রিবিউটরি মাইক্রো সেভিংস প্রদানের মাধ্যমে প্রতিটি পরিবারের ব্যক্তি সঞ্চয় বছরে নূন্যতম ৫,০০০/- টাকায় উন্নীত করা যা ২ বছরে ১০ হাজার এবং ৫ বছরে ৪০ হাজার টাকায় উন্নীত হবে।

ট) ব্যক্তি তহবিলে কন্ট্রিবিউটরী অর্থের অতিরিক্ত প্রতিটি সংগঠনকে বছরে তাদের নিজস্ব সঞ্চয়ের সমপরিমাণ প্রকল্প থেকে মূলধন সহায়তার মাধ্যমে দু বছরে মোট ৯,০০০০০/- টাকা গ্রাম সংগঠন তহবিল গড়ে তোলা।

ঠ) প্রধান কৃষি ফসলের পাশাপাশি আদা, হলুদ, পিয়াজ, রসুন, জিরা, মসলা বিভিন্ন ফল এবং অন্যান্য অপ্রধান কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধিতে প্রতিটি বাড়ি সংশিস্নষ্ঠ জমি ব্যবহার করা।

ড) মাছ চাষের পাশাপাশি গ্রামীণ জনগণের মাধ্যমে অন্যান্য aquatic cultureকার্যক্রম সম্প্রসারণ করা।

ঢ)উপজেলা পর্যায়ে বর্তমান সুবিধা (বিআরডিবি/বিএডিসির গোডাউন) ব্যবহার করে একটি করে সমবায়ভিত্তিক বাজার ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাত করণ ও সংরÿণ (হিমাগারসহ) ব্যবস্থা গড়ে তোলা।

ণ) কৃষিজাত পণ্যের সমবায় ভিত্তিতে মার্কেটিং ও প্রক্রিয়াজাত করার বিষয়ে লাগসই প্রযুক্তি ব্যবহারের কার্যক্রম গ্রহণ করা।